Sasraya News

Friday, March 28, 2025

Poet Neladri Dev : নীলাদ্রি দেব-এর কবিতা

Listen

আজকের

কবি

কবিতা

______________________________________________

কবি নীলাদ্রি দেব-এর জন্ম ১৪ এপ্রিল, ১৯৯৫, কোচবিহারে। নীলদ্রি মূলত কবিতা ও গদ্য লেখেন। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। কবি সম্পাদনা করেন ইন্দ্রায়ুধ, বিরক্তিকর নামে দু’টি পত্রিকা 

______________________________________________

নী লা দ্রি  দে ব

অসম্পূর্ণ চা কবিতা, লিকার

১.

বাড়ির শরীর জুড়ে চা-গন্ধ 

আলো 

ঘরের দরজা জানালা পেরিয়ে 

একা চায়ের শরীর খুলছে,

ভাঙছে

২.

চা পাত্রের শরীরে জড়িয়ে রাখছি

                                       সৌখিন

লিকার গাঢ় হয়ে এলে 

রং পরিবর্তন, মেঘের মতো 

শখের গোড়ায় ধুনো জমে উলবল,

গড়িয়ে যায়

 

৩.

মানুষশরীর থেকে চা নামছে

অর্গানিক 

গড়িয়ে যাচ্ছে অন্য মানুষশরীরে 

রং নিয়ে, স্বাদ নিয়ে 

ছেকে ফেলছি টুকরো পাতা 

গান মিশে যাচ্ছে জাইলেম, ফ্লোয়েম

৪.

তলানি চায়ের মতো 

যতটা পরিমাণ সৌর আলোর শেষ

      লেগে থাকে প্রকৃত অন্ধকারেও

মানুষ কুড়িয়ে নেয় 

আস্তিন ভরে ওঠে, স্বতন্ত্র

৫.

ড্রপ খানেক চাগাছে 

চিকিৎসায় শ্বাস নেওয়া বাগানের মাটিতে 

ইউনিয়নের পেয়ালায় গুঁড়ো পাতা

ছায়া গাছে হলুদ মার্কিং

এ যাবত বন্ধ শাটার, পরিবর্তিত বেতন কাঠামো 

আদৌ বেতন! 

পূর্ণিমায় এসব গলে যায় 

চা-নারী জেগে ওঠে সমস্ত জ্যামিতিতে

 

অলঙ্করণ : সানি সরকার 

 

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment