Sasraya News

Saturday, February 15, 2025

Poet Falguni Chakraborty : কবি ফাল্গুনী চক্রবর্তী এর কবিতাগুচ্ছ

Listen

ল্লেখযোগ্য বাংলা, উর্দু ও হিন্দি সাহিত্যের এই সময়ের পরিচিত মুখ কবি ফাল্গুনী চক্রবর্তী (Falguni Chakraborty)। তিনি অন্যদিকে কবি ও সাহিত্যিক। তাঁর অনেকগুলি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত। এছাড়াও গল্প ও গদ্য লিখে নিজের পরিচিতি রেখেছেন। পাঠক মহলে জনপ্রিয় মুখ এই লেখিকা কিন্তু, আদ্যোপান্ত কবি। তাঁর গল্প, কবিতায় – প্রেম, বিরহ, নারী প্রতিবাদ থেকে সামাজিক ও রাজনৈতিক প্রকাশ এবং এমনকি দেশপ্রেম তার কবিতায় উঠে আসে। মেঘালয় রাজ্য নিয়ে তার কাব্যগ্রন্থ ‘খুবলেই শিলং’, ‘মেঘনোলিয়া’ যথেষ্ট পরিচিতির মুখ হয়ে উঠেছে। তার হিন্দি উর্দু গজলের সাড়া ফেলেছে দেশের সাহিত্য মহলে। বাংলা ছাড়াও হিন্দি উর্দু এবং ইংরেজি সাহিত্যের অনুশীলন এক নতুন পরিচিতির সূচনা করে। ইতিমধ্যেই তিনি রাজ্য, দেশ ও অন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি রেখেছেন তার একাধিক পুরষ্কার প্রমাণ রাখে। যেমন : লেডি অফ হোপ সাউথ আফ্রিকা কেপটাউন, সংঘ মিত্রা অফ দি AGE। শ্রীলঙ্কা কলম্বো অল ইন্ডিয়া পোয়েট এস কনফারেন্স, সুলভ সাহিত্য আকাদেমি পুরস্কার, লোপামুদ্রা গুজরাট বারোদা, জাতীয় কবিতা উৎসব সম্মান ঢাকা বাংলাদেশ ইত্যাদি। রাজ্য, দেশ ও আন্তর্জাতিক সাহিত্য মহল জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা সম্মানিত হয়েছেন কবি।  কবির পিতা শ্রী দিবাকর চক্রবর্তী, মাতা শ্রীমতী শিখা রানী চক্রবর্তী। কবি মেঘালয় রাজ্য সরকারী স্কুলের শিক্ষিকা। ভালোলাগার বিষয় জুড়ে প্রকৃতি। আর সামাজিক কাজ করতে তিনি খুব বেশি ভালোবাসেন বলেই জানা যায়। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবি ফাল্গুনী চক্রবর্তী -এর একগুচ্ছ কবিতা।

 

 

 

 

 

 

 

ফাল্গুনী চক্রবর্তী 

প্রেম ফাইল ১২

 

 

পিঁয়াজ হাঁট শরীরের বর্ণমালায় ওপারে শুখা মেঘের আতিথেয়তা জেনে ও মৌন রং-এ পাথর গলছে কোনো শব্দ রথি নয় শিমুল ফুলে সাজাও মনের বন উপবন ফের কোনো বাসন্তী রাতে এসো ইচ্ছের দেশে
তোমার যাওয়া আসা টুকে রাখি শক্ত গাছের গোড়া থেকে সরে যাক যাবতীয় প্রত্যাখ্যান সহজ হই প্রেম রাখি কুয়াশা মাখা ঘর বাড়ির দেয়ালে খুলে যাক গিট বাঁধা আবেগের পাতিল সঙ্গে মর্মর হউক মায়ার নাগর …

 

 

 

 

 

 

প্রেম ফাইল ১৩

 

 

কেবিনে এসো আরো পাশাপাশি নীল ঢালছে আকাশ আবহাওয়ায় বৃষ্টিরা অপাদান চাইছে না বড্ড গরম এই তাপমাত্রায় এসো বাষ্প হই নিবিড় রাখি নিশ্বাসের বৈঠায় কবিতার জলাভূমি তে শব্দের এলোমেলো গুছাই কোনো রঙিন মাঝি রাতে ফের নৌকোয় আসবে তো নীরবতার কোষে কোষে প্রেম এর গান ছড়িয়ে দেবো এক অবাক অন্ধকারে খুলে দেবো আলোর ঝরোখা …

 

 

 

 

 

প্রেম ফাইল ১৪

 

চলো নদীর ভাজে ভাজে সাঁতার কাটি নতুন আলফাজ রাখি  পারের শব্দে তার আগে নিশব্ধের বাতিঘর নেভাই খুলে আম  রাখি প্রেম। একটু সরে এসো ভিড় থেকে নিবিড় রাখি যেখানে পাখির কুঞ্জবন প্রেমের ঝর্নাতলা আমি হারিয়ে যাই তোমার হারানোর কলাক্ষেত্রে কাঁচা আদর ফুটছে সময়  কা ইয়ে পল থাম সা গয়া হে …

 

 

 

 

 

 

প্রেম ফাইল ১৫

 

 

টিম টিম বুজে আসছো কেনো আরো প্রকাশিত হও আমি ঢুকে পড়ছি তোমার মায়ার শহরে যেখানে তুমি আমার নেকলেস যত্নে পোষণ করো এত জ্বলছ কেনো ছায়ার দীর্ঘতায় চলে যাও একটু অপেক্ষা করো নদী নামবে পাহাড়ের শরীর চিরে এসো পাহাড়ের গায়ে খোদাই করি প্রেমের পাণ্ডুলিপি আলোচনা তুলে রাখি সময়ের পাকশালায় তোমার পান আছে একটু আমিও করি লালে লালে গোলাপে গোলাপে …

 

 

 

 

প্রেম ফাইল ১৬

 

 

এত দিনে পাহাড় ভাঙলে
অস্ত্র রাখলে বেশক
সময়ের উড়ানে ক্ষত বিক্ষতেরা
আর পঞ্চায়েতে যাচ্ছে না
নালিশ রাখছে জাহ্নবীর ঝিলমিলায়
বড় একা তোমার ধোঁয়া
খুচরো রাখা যাচ্ছে না
চীনের গ্রেট ওয়ালের এর মত দীর্ঘ
সম্পর্কের পরিসরে ফুটে উঠা
ছড়িয়ে দিলেই হয় না
পরিচর্যায় আবেগ বেড়ে উঠবে
আলফাজে আলফাজে সেজে
উঠবে গজল …

 

 

 

 

প্রেম ফাইল ১৭

 

 

টিয়া রং এর ঘরে দূরত্ব মিটে যায় বাতাসে মাংসের গন্ধ পাথর সরিয়ে দিতেই বেরিয়ে আসে অযত্নে পড়ে থাকা পতঙ্গের সম্রাজ্য ঠিক যেমন কখনও আমাদের মগজ দেয়ালে ছায়ার অনায়াস অধিকার খননের কথা ভাবতে পারছি না লুকিয়ে থাকা হীরা পান্না চুনির শরীরে এখনও লেগে আছে জল  শুশ্রূষার অজস্র টিপ টিপের সামিয়ানায় তোমার বিশ্রামের ঘর  স্বপ্নের মহল চোখের রংকে এবার প্রশ্রয় দেই। বন্ধ জানালা খুলে দিতেই ফুসফুসের ভিতর ঢুকে পড়ে প্রণয়ের কুলফি অনেক দিন জমানো ছিল মুহূর্তের দাবি আগুন ভাঙতে ভাঙতে বেরিয়ে এলো এক অবাক জলদূত অঙ্ক না জানলে ও সময়ের ধারাপাতে অস্ত্র রাখলাম …

 

 

 

 

প্রেম ফাইল ১৮

 

 

রাস্তা বদলে যায়নি … ভুলের উষ্ণতায় জ্বলছিল কিছুটা সময় … চলো সমুদ্রের ধারে ঘুরে আসি … যেখানে সুর্য টমেটো রংএ ডুবছে … শ্বেত বস্ত্র  জড়াই … তুলে নিই অসংখ্য আগাছায় বন উৎসবের আয়োজন … অযত্নে পড়ে থাকা পাপড়ির শেষ … যেখান থেকে বিপ্লব হাতছানি দেয়  প্রেমের কাণ্ডারী হবো তাই … শূন্য থেকে শোরগোলের দিকে জল হয়ে আসা নিসর্গের রং এ পড়ে থাকা বসন্ত মুছছে … নিয়ন্ত্রণের বাইরে এক রাশ নীল ছায়া জালের বাইরে ডুবুরি হয়ে আসার কথা কেউ জানে না … কেউ জানে না চোখের ভিতর অস্থিরতার হাট … আর মগ্নতায় ছেপে যাওয়া মাইল…

 

 

 

 

 

🍁অঙ্কন :  দেবব্রত সরকার, প্রীতি দেব ও আন্তর্জালিক 

 

 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st September 2024, Issue 31 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১ সেপ্টেম্বর ২০২৪, সংখ্যা ৩১

 

 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment