Sasraya News

Saturday, February 8, 2025

Poet Durgadas Midhya : কবি দুর্গাদাস মিদ্যা -এর তিনটি কবিতা

Listen

🍂কবিতা

বি দুর্গাদাস মিদ্যা-এর বিচরণ সাহিত্যের একাধিক ধারায়। দীর্ঘ বৎসর সাহিত্যের সঙ্গে মিশে আছেন। অনেকগুলি গ্রন্থের প্রণেতা। অজস্র সাময়িকপত্রে কবির লেখা নিয়মিত প্রকাশিত হয়। সম্পাদনা করেন ‘আরাত্রিক’ নামে একটি সাময়িকপত্র। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় কবির সম্প্রতি লেখা তিনটি কবিতা পাঠকদের জন্য পেশ করা হল। 

 

 

 

 

দুর্গাদাস মিদ্যা-এর তিনটি কবিতা

জোনাকি -মন

 

জোনাকির মতো টিপ টিপ তোমার হৃদয়
আমার উঠোনে মাঝে মাঝে অন্ধকার আনো
বিকশিত যৌবন ডাঁহা ফেল মেরে যায় তোমার আকাঙ্ক্ষায়
সে কথা তুমি জানো।
তবু ভয় ডর নেই
বুক উঁচিয়ে সহজ সত্য কথা তুমি বলবেই।
কতবার কতবার তুমি ছুঁড়ে দিয়েছ প্রেম অবাক অবহেলায়
সময় চলে যায় আমাদের পাশ দিয়ে সে কথা তুমি মানবে না কিছুতেই।
তাই আমার মন ঘন আঁধারে ডুবে যায়
শুধু ছুটে চলা স্বপ্নের কিছুতেই।

 

 

 

 

ভাব বিনিময় 

 

বিনিময় প্রথা চালু হলে
দ্বিধাহীন আমি তুলে দেব তোমার হাতে আমার হৃদয়
বিশ্বাস করবে কি না জানিনা
যতটুকু ভালবাসা জমে আছে বুকে
সবটুকু তুলে দেব তোমার হাতে অনায়াসে
দূরাগত আলো যেমন আপন গরিমায়
অন্ধকার দূর করে
সেভাবেই মুছে দেব তোমার কালিমা যত
হৃদয়ের ক্ষতে দেব প্রলেপ।
আশাহত প্রাণ পূর্ণ হবে
ভালবাসার স্থির আলোকে।
তুমি নমনীয় হলে
আমিও নমনীয় হব বেতস গাছের মতো।

 

 

 

 

বেভুল ভুল আমি

 

ছায়াহীন রোদ্দুর আড়িপেতে বসে আছে মেইল গাছের নীচে স্থির বিন্দু যেন
ঠিক তখন আমার মন খারাপের কথাগুলো
নুলো হয়ে শুয়ে আছে হা-হুতাশ
যে হাওয়া দিনের পর দিন বয়ে যায় নিস্তব্ধতায়
তার কাছে ফেলে আসা ঠিকানায়
যখন দেখি সব কিছু হারিয়ে যায়
বেভুল ভুল আমি দুলতে থাকি আগাছায়।

 

🍂অঙ্কন : প্রীতি দেব 

 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতিগল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনীলেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

 

বি: দ্র: সমস্ত লেখা লেখকের নিজস্ব। দায় লেখকের নিজস্ব। কোনও বিতর্কিত বিষয় হলে সংবাদ সংস্থা কোনওভাবেই দায়ী থাকবে না এবং সমর্থন করে না। কোনও আইনি জটিলতায় সাশ্রয় নিউজ চ্যানেল থাকে না। লেখক লেখিকা প্রত্যেকেই লেখার প্রতি দ্বায়িত্ববান হয়ে উঠুন। লেখা নির্বাচনে (মনোনয়ন ও অমনোনয়ন) সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment