Sasraya News

Friday, March 28, 2025

Poet Benu Sarkar : বেণু সরকার-এর কবিতা

Listen

কবি বেণু সরকার-এর জন্ম ১৯৫০ সালে। ১৮ বছর বয়স থেকে কবির লেখালিখি শুরু। ১৯৭০ সাল থেকে  সাহিত্য  “বিনিদ্র” একটি সাহিত্যপত্র সম্পাদনা করছেন। প্রথম জীবনে ব্যাঙ্ক ও পরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির একটি কবিতা। 

 

বে ণু  স র কা র

জীবন 

 

আমরা জানতাম না

যৌবন শেষ হয়ে যাবে তবু দশ আঙুলের

কোনো সংকেত পাবো না

দুটো ডালভাত‌ই তো চায় সবাই

ছোট্ট একটু আশা

        সেটা তো গুঁড়ো হয়ে যাচ্ছে

মগজ রক্তহীন শুকনো একটা পরিত্যক্ত

                  বস্তুতে বদলে যাচ্ছে

জীবন তৈরির খেলাই তো বন্ধ

নৌকো শুধু টলমল টলমল 

           করেই চলেছে।

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment