Sasraya News

Friday, March 28, 2025

Poet Arunava Bhowmik : অরুণাভ ভৌমিক-এর কবিতা

Listen

আজকের

কবি

কবিতা

______________________________________________

কবি অরুণাভ ভৌমিক-এর ১৯৬৫ সালে প্রথম লেখা মুদ্রণ হয়। গল্প, কবিতা, ছোটদের জন্য লিখছেন নিয়মিত। অনুবাদ করেন। একটি অনুবাদ উপন্যাস ছাপা প্রকাশিত হয়, জেন ওয়েবস্টারের ‘ড্যাডি লঙ লেগস’। লিখছেন দেশ বিদেশের  অনেক পত্রিকায়। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল তাঁর কবিতাগুচ্ছ।

______________________________________________

অ রু ণা ভ  ভৌ মি ক

দুঃসময়

আমাদের দুঃসময় শান্ত নির্বিকার

বুদ্বুদ ছায়া ফেলে যায় তাতে 

আলোকিত অংশে কার্ণিশ তবু নেই

সূর্য ক্রমশ বিষণ্ণতায় মাতে!

 

লীনতাপ

 

কে যে কোথায় লুকিয়ে রাখে লীনতাপ

এতো নির্বিকার আবহাওয়ায়

আলোর অন্ধকারে জলের ডানায়

 

তখন সারাদিন জুড়ে বৃত্তচাপ

আয়ত বারান্দায়!

 

স্বাধীনতা ইদানিং

 

আজ তো ছিল পাগল হাওয়ার দিন

আস্তে আস্তে এসে বারান্দায় দাঁড়ালাম

সকালের আকাশ জুড়ে মেঘ করেছে

বাকহারা শুধুই তাকিয়ে থাকলাম 

 

অতিমারির ছায়া তবে যেন কাটেনি

আছে ভাঙা সাঁকো পাণ্ডুলিপির নকল

অসততার অসুখে ভুগছে চেতনা

সত্যের স্বাস্থ্যবিধিতে আসুক বদল

 

নামুক বৃষ্টি ধানখেতে জলে পাহাড়ে

পাথরের ফাঁক গলে অতল গভীরে!

 

স্মৃতি সত্তা

 

স্মৃতিসত্তা শান্ত, নম্বর, লাজুক

বাচ্চাদের আঁকা ঘুড়ির

কোলাজ যেন

 

এতেও চাই মুন্সিয়ানা

সামান্য কৌতুক

আর টুকরো কৌতুহল!

 

স্বপ্নবিলাস

 

ঝিনুকের ভারী নরম মায়াবী গলা

 

নেশা অতীনেরও নেই

 

আজ ভোরবেলা ঘুম ভাঙ্গল

 

জয়ীকে কি একটু ম্লান দেখাচ্ছে

 

কাছে পিঠে রুগ্ন কিছু গাছপালা!

 

চিরকালীন

 

ছায়ামূর্তি গাঢ় শ্বাস ফেলে

 

চেয়ারে ঝিম মেরে থাকে ঘুম

 

বনশ্রী আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিল

 

চেয়ারের হাতলে লেগে আছে

অনন্ত পিপাসা!

 

আত্মজীবনী

 

আত্মকথায় মাছের গল্প থাকে না

মৃত্যু এসে গ্ৰাস করে শীতার্ত দুপুর

 

ঘুমহীন রূপকথায় পড়ে থাকে

স্নানঘরের সারল্য!

 

আবিষ্কার

 

কেমিষ্ট্রিতে লেখা হয়ে যায় নদীর কথা

নিজেকে শুধরে নেয় সকালের আলো

 

কেউ কেউ নিজেকে আবিষ্কার করে পুনর্পাঠে!

 

দূরত্ব

 

দূরত্ব প্রত্যেকের মতো

ঘটনার পর মানুষের মতো

 

আমরা যখন ধার নেই খোলা হাওয়া

বাইরে তখন অচিনপুরের কথকতা

 

দূরত্ব তবুও ভেসে ওঠে ভোরবেলা

ঘাসের ডগায়!

 

সম্পর্ক

 

আমরা তো শুধু পরবর্তী অংশ 

আমরা গড়িয়ে যাওয়া নির্ভুল

 

দৈনন্দিনের হাত ধরে থাকে চড়াই উৎরাই!

অলঙ্করণ : সানি সরকার 

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment