



মমতা রায় চৌধুরী
তোমার বুকে বসন্ত
শীতের মিঠেল হাওয়া শেষ হয়ে যায় ওই দিগন্তে
রংবেরঙের ফুটেছে ফুল আজ নানা সাজে প্রকৃতি
পলাশ শিমুল দিচ্ছে ডাক আগুন রাঙা রং মশাল
ফাগুনীতে মেতেছে মন প্রজাপতি গুনগুনায় –
ফুলের গন্ধে মাতাল হয়ে ঋতুরাজের কুহুকডাক
আসছে হোলি হরেক রঙের তোমার বুকে এক আকাশ।
অঙ্কন : প্রীতি দেব ও আন্তর্জালিক
🦋সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com
