



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দেশে আরেকবার সরকার গঠন করতে চলেছে এনডিএ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi Interview) এমনি দাবি করেন বলে উল্লেখ। ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচনে বাংলায় নিজদের অস্তিত্ব লড়াইয়ের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এর আগের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের ৩ থেকে ৮০ আসনে (৭৭ আসন) তুলে নিয়ে গিয়েছিল।’ প্রধানমন্ত্রী ওই সাক্ষাৎকারে আশাবাদী যে, ‘গত লোকসভা নির্বাচনেও আমরা বিপুল সংখ্যক আসন পেয়েছিলাম। আর এবার বিজেপির জন্য সর্বাধিক সাফল্য আসবে বাংলা থেকেই।’ তিনি সংবাদ সংস্থা এএনআইকে (ANI) ওই সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে আরও জানান যে, ‘বাংলায় এবার একতরফা নির্বাচন হচ্ছে। মানুষই এর নেতৃত্ব দিচ্ছেন। সেই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বিরক্ত। তাই এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সবথেকে ভালো ফল করতে চলেছে।’ অন্যদিকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেহালার জনসভা থেকে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। তাঁর কথায়, ‘এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদীকে হয়ত আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।’
ছবি : সংগৃহীত
আরও খবর : CM Mamata Banerjee attack PM Narendra Modi : মোদীকে মমতার তোপ
