Sasraya News

PM Narendra Modi | G7 Summit, Canada : সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা, কানাডা সফর শেষে মোদীর দৃঢ় অবস্থান

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কানাডার কানানাস্কিস (Kananaskis) শহরে আয়োজিত জি৭ (G7) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) একবার আরও স্পষ্ট করলেন দেশের অবস্থান, সন্ত্রাসের বিরুদ্ধে কোনও ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নয়। জিরো টলারেন্সই একমাত্র পথ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) হামলার মাত্র অল্প কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কানাডা সফর শেষে মঙ্গলবার মোদী বলেন, “সন্ত্রাসবাদ শুধুই কোনও একটি অঞ্চলের সমস্যা নয়। এটি পুরো মানবতার বিরুদ্ধে আঘাত।” জি৭ সম্মেলনে অংশ নিতে সোমবার কানাডায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার ছিল মূল সম্মেলন। সেই দিনই ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন (Mark Carney)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। উল্লেখ্য, ২০১৫ সালের পর এই প্রথমবার কানাডা সফরে গেলেন মোদী। তবে প্রেক্ষাপট ছিল এবার অনেক বেশি জটিল। খলিস্তান ইস্যু ঘিরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)-র সময়কালে ভারত-কানাডা সম্পর্ক একাধিকবার উত্তপ্ত হয়েছিল। তবে এবারের সফরে সেই বরফ গলানোরই ইঙ্গিত মিলেছে। মোদীর সঙ্গে মার্ক কার্নের বৈঠককে প্রধানমন্ত্রী নিজেই এক্স (X) হ্যান্ডেলে ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। জি৭ সম্মেলনের মূল আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে ভারত বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। মোদী এদিন বলেন, “গত ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলা কেবল একটি পর্যটন কেন্দ্রের উপর আক্রমণ ছিল না, এটি ভারতের আত্মা, পরিচয় ও গর্বের উপর আঘাত। এ ধরনের ঘটনার বিরুদ্ধে গোটা বিশ্বের একজোট হয়ে কথা বলা উচিত।” তিনি আরও জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কেবল মুখে নয়, কাজেও প্রমাণ করেছে নিজের প্রতিশ্রুতি। পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) সন্ত্রাসী ঘাঁটিগুলিতে হামলা চালানো তারই প্রমাণ। জি৭ সম্মেলনের পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করেছেন মোদী। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যেমন জলবায়ু পরিবর্তন, আর্থিক স্থিতি ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, তেমনই সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতের অবস্থান তুলে ধরে মোদী বলেন, “বিশ্বের সব দেশকে একযোগে কাজ করতে হবে, যেন কোনও দেশ সন্ত্রাসের পৃষ্ঠপোষক না হয়ে ওঠে।” জি৭ সম্মেলনের সফল আয়োজনের জন্য মোদী ধন্যবাদ জানিয়েছেন কানাডাবাসী ও সে দেশের সরকারকে। তাঁর মতে, “এই সম্মেলন কেবল আন্তর্জাতিক নেতৃত্বের মিলনক্ষেত্র ছিল না, একটি শক্ত বার্তা দেওয়ার মঞ্চও ছিল। বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে। এটাই আজকের সময়ের সবচেয়ে বড় চাহিদা।”

উল্লেখ্য, পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন। তারপরই ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই হামলার পরিপ্রেক্ষিতে মোদী আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জোরালো অবস্থান তুলে ধরেন। জি৭ সম্মেলন ছিল সেই বার্তা পৌঁছে দেওয়ার উপযুক্ত প্ল্যাটফর্ম। জি৭ শেষে মোদী রওনা হয়েছেন ক্রোয়েশিয়ার (Croatia) উদ্দেশে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে সফরে যাচ্ছেন। মোদীর সফর কূটনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ও প্রভাবও এ সফরের মাধ্যমে আরও জোরদার হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী মোদীর কথায়, “আন্তর্জাতিক শান্তি, স্থিতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত বরাবরই দায়িত্ববান ভূমিকা নিয়েছে। আমরা শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবি না, ভাবি গোটা বিশ্বের ভবিষ্যৎ নিয়েও।” প্রায় প্রধানমন্ত্রীর কানাডা সফর যে শুধু জি৭ সম্মেলনের অংশ ছিল না, বরং ভারত-কানাডা সম্পর্ককে পুনর্গঠনের সূচনা, সন্ত্রাসের বিরুদ্ধে এক অভিন্ন কণ্ঠস্বর গড়ে তোলার প্রয়াস এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের কূটনৈতিক উপস্থিতিকে আরও দৃঢ় করার পদক্ষেপ তা পরিষ্কার হয়ে গেল মোদীর বক্তৃতা ও কর্মপন্থায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kiara Advani- Sidharth Malhotra | স্বামী সিদ্ধার্থকে নিয়ে কিয়ারার খোলামেলা স্বীকারোক্তি, ফোন ধরেন না, কিন্তু বাবা হবেন চমৎকার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read