Sasraya News

Thursday, February 13, 2025

PM Narendra Modi : রেল নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Listen

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : কৃষ্ণনগরে জলপ্লাবনের ভেতর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রেল নিয়ে বড় ঘোষণা। শুক্রবার প্রশাসনিক বৈঠক সেরে প্রাধানমন্ত্রী দলীয় জনসভায় বক্তব্য রাখেন। কৃষ্ণনগর তথা নদীয়ার পার্শ্ববর্তী জেলা থেকেও বিজেপি সমর্থকদের লক্ষ্য করা যায় ওই জনসভায়। তাঁদের কথায়, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসছেন তাঁরা। আর কাছ থেকে একবার তাঁকে দেখা। 

এদিন রেল ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যের উন্নয়ণে বরাবরই রেল (Eastern Railways) ব্যবস্থা একটি গৌরবময় ইতিহাস বহন করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে সেই ঐতিহ্য আর এগোতে পারেনি। আর তাই সময় যত এগিয়েছে বাংলা তত পিছিয়ে গিয়েছে।” তিনি এবিষয়ে আরও বলেন, “তবে আমাদের সরকার গত ১০ বছর ধরে রেলকে উন্নত করার চেষ্টা করছি। আগের থেকে ২ গুন বেশি অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হচ্ছে রেল ব্যবস্থাকে আধুনিকীকরণ করার জন্য”।

নরেন্দ্র মোদী এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। এবং তিনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলেন আরেকবার। তাঁর কথায়, ”বাংলায় পুলিশ নয়, বরং অপরাধীরা ঠিক করে কখন তাঁদের গ্রেফতার করা হবে। রাজ্য সরকার কখনই চায়নি সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার হোক।” সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে গতকালও আরামবাগে প্রধানমন্ত্রী সরব হয়েছিলেন। কৃষ্ণনগরের জনসভাতেও সন্দেশখালি ও তৃণমূল কংগ্রেস সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ”তৃণমূলের কুশাসনে বাংলার মা, মাটি, মানুষের চোখের জল ঝরছে। সন্দেশখালির মা, বোনেরা ন্যায়ের প্রার্থনা করলেও তৃণমূল সরকার তাঁদের ডাকে সাড়া দেয়নি”। 

ছবি: সংগৃহীত 

আরও খবর : Narendra Modi : কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী প্রায় ২২ মিনিট বৈঠক করলেন শুভেন্দু ও সুকান্তের সঙ্গে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment