Sasraya News

PM Narendra Modi : ভারতীয় দলের পাশে প্রধানমন্ত্রী, বিরাট ও রোহিতদের কী বললেন নমো!

Listen

ভারতীয় দলের পাশে প্রধানমন্ত্রী, বিরাট ও রোহিতদের কী বললেন নমো!

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারতীয় মেনস্ ক্রিকেট দল। ওডিআই বিশ্বকাপে শুরু থেকে নিজেদের দাপট অব্যাহত রাখে রোহিতরা। কিন্তু রবিবার তীরে এসে নৌকা ডুবল যেন।

টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

যে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত, তাঁদের কাজেই ফাইনালে পরাজিত হতে হল! এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না ভারতীয় দল। বিশ্বকাপের মত আসরে পরাজয় মানতে পারছিলেন না রোহিত, কোহলি, শামীরা।

টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

প্রধানমন্ত্রী রোহিত- কোহলির হাত ধরে ভরসা যোগালেন, বিরাট কোহলি ও রোহিতেএ পিঠে চাপড় দিয়ে মোদী বলেন, ”মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের দেখছে।” ভারতীয় দলের সিনিয়র কোচ রাহুল দ্রাবিডের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “প্রচুর পরিশ্রম করেছ তোমরা। কিন্তু এমনটা হতেই পারে।” এরপরে ভারতীয় দলের সকল সদস্যদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “এমন হতেই থাকে। সতীর্থেরা একে অপরের সাহস দাও। উৎসাহ দাও। উজ্জীবিত করো।” এরপরই প্রধানমন্ত্রী সককে বলেন, “তোমরা যখন সময় পাবে, দিল্লিতে আসবে। আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে কথা হবে।”

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read