Sasraya News

Thursday, February 13, 2025

PM Narendra Modi : বিরোধীদের বার্তা মোদীর

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সংসদ অধিবেশনে বিরোধীদের বার্তা নরেন্দ্র মোদীর। সোমবার সংসদে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘দলের ঊর্ধ্বে’ গিয়ে মানুষের জন্য কাজ করার। তিনি বলেন, “জানুয়ারি থেকে আমাদের যত সামর্থ্য ছিল, যত লড়াই লড়ার ছিল, লড়ে নিয়েছি। সেই পর্ব (নির্বাচন) মিটেছে। এ বার নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধির দায়িত্ব, আগামী পাঁচ বছর দেশের জন্য লড়াই করা। সবাইকে এক হয়ে লড়তে হবে। দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের সমর্পণ করুন।”

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এনডিএ জোট। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে এককভাবে সরকার গঠন করতে পারেনি। পরাজিত হয়েছেন, বহু হেভিওয়েট নেতাও। সহায়তা নিতে হয়েছে অন্য জোট সঙ্গীদের। ফের দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট টক্কর দিয়েছে ২০২৪ এর লোকসভা ভোটে।

এদিন সংসদদে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ”দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের সমর্পণ করুন।” যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, বাজেট অধিবেশন শুরুর আগে রবিবার সর্বদল বৈঠক বসে। সেখানে বিরোধীরা তাঁদের একাধিক দাবি নিয়ে সরব হবেন, সেই ইঙ্গিত দেন বলে সূত্রের খবর।

-ফাইল চিত্র 
Sasraya News
Author: Sasraya News

Leave a Comment