



সাশ্রয় নিউজ ★ তেহরান : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অকাল মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদী সহ (PM Narendra Modi) বিশ্বনেতাদের। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ (Ebrahim Raisi) তাঁর সঙ্গী আরও ক’য়েকজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করে আন্তরিকতা সংবাদ মাধ্যম সূত্র। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স-বার্তায় জানান যে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তিনি ভীষণ শোকাহত। এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘ভারত দুঃখের সময়ে ইরানের পাশে আছে।’ এছাড়াও শোক প্রকাশ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও। উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ, রবিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট রাইসি সহ আরও অনেকে। ছবি : সংগৃহীত
আরও খবর : Kalna : ভাগীরথী থেকে উদ্ধার শ্রমিকের দেহ
