PM Narendra Modi : দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে : নমো

SHARE:

সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি দেশের উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং উত্তর-পূর্ব ভারতের অগ্রগতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন যে, বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের রক্ষা করতে ব্যস্ত এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার হচ্ছে তিনি এই অভিযোগ খারিজ করে দেন। তিনি উল্লেখ করেন যে, ২০১৪ সালে তাঁর নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর দরিদ্রদের কল্যাণে এবং দুর্নীতিগ্রস্তদের সাজা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগী। তিনি উল্লেখ করেন,  অশান্তির জেরে ১১ হাজারেরও বেশি এফআইআর দায়ের হয়েছে এবং ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মণিপুরে হিংসার ঘটনা কমছে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে।

প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন প্রসঙ্গে বলেন, বর্তমান জমানায় সেখানকার পরিকাঠামোগত উন্নয়নে নজিরবিহীন কাজ হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা সদরের ৪০০ রাত্রি অতিবাহিত করেছেন এবং তিনি নিজে সেখানে গিয়েছেন ৫০ বার। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থার বিষয়টি শুধু রাজনৈতিক নয়, ভারতের গণতন্ত্র, সংবিধান এবং মানবতার প্রশ্নেও বিচার্য। তিনি উল্লেখ করেন যে, ওই সময়ে বিরোধী পক্ষের শীর্ষ নেতাদের কারারুদ্ধ করা হয়েছিল এবং বহু মানুষ ঘরছাড়া হয়ে আর ফেরেননি। 

উল্লেখ্য প্রধানমন্ত্রীর ভাষণ আলিপুরদুয়ারে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে ও তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হয় বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : PM Narendra Modi : “আমাদের বোনেদের সিঁদুর ওরা মুছেছিল। আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে” : প্রধানমন্ত্রী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন