



গুজরাটে প্রধানমন্ত্রী : উদ্বোধন করলেন বিমান নির্মাণ প্রকল্পের
ভদোদরা : টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে বিমান নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইভাবেই আত্মনির্ভর ভারত গড়ে উঠবে বলে তাঁর বক্তৃতায় জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী কয়েক বছরে প্রতিরক্ষা ও বিমান পরিষেবা ভারতের অন্যতম শক্তি হয়ে উঠবে।’ তেমনি উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে ডিফেন্স করিডোরের কথাও জোরের সঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ওই দুই জায়গায় ডিফেন্স করিডোর নির্মাণ হলে আরও উন্নতি হবে দেশের।
মোট ৪০ টি বিমান নির্মাণ হবে ভারতে। এয়ারবাস সরবরাহ করবে ১৬ টি বিমান। ২০২৫ সালের মধ্যে সমস্ত চুক্তিবদ্ধ সমস্ত বিমান সরবারাহ হবে বলে সূত্র মারফৎ জানা যায়। প্রাথমিক পর্যায়ের ১৬ টি সরবরাহের উল্লেখ ২০২৩-এ। জানা যায় যে, ভদোদরায় বিমান সরবারাহের কাজ শুরু হবে সেপ্টেম্বর ২০২৬ থেকেই মনে করছেন উদ্যোগকারীরা।
সংবাদসূত্রে খবর, প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, গুজরাটের ভদোদরার এই প্রকল্প ২২ হাজার কোটি টাকার। সেখানে নির্মিত বিমান সামরিক ও অসামরিক ক্ষেত্রে ব্যবহার হবে বলে উল্লেখ। ভারতে প্রথম বেসরকারি সংস্থা টাটা ও এয়ার বাসের যুগ্ম প্রয়াসে C-295 সামরিক বিমান নির্মাণ হবে।
