



সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : কলকাতা থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগর নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। হেলিকপ্টার থেকে নেমেই প্রধানমন্ত্রী যোগ দেন প্রশাসনিক সভায়। সেই সভার দিক চোখ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ সামনেই লোকসভা ভোট। রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর একটা অংশ। যদিও লোকসভা নির্বাচনের এখনও নির্ঘন্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। লোকসভা ভোটের তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পরপর দু’টি সভা অনেক তাৎপর্যের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকে রাজ্যের জন্য ১৫০০০ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ভেতর উল্লেখযোগ্য, বাজারসৌ-আজিমগঞ্জ ডবল লাইন। এবং আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন লাইনের কাজ। মোট ১৫০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, “চার রেল যোজনার সূচনা করলাম আজন।” তিনি আরও জানান, ২০০০ কোটি টাকা খরচ করে ফারাক্কা ও রায়গঞ্জের ভেতরের ন্যাশনাল হাইওয়ে উদ্বোধন করা হয়েছে। এর ফল পাবেন সাধারণ মানুষের। সুবিধা হবে যাতায়াতের। এছাড়াও বিদ্যুৎ প্রকল্প সূচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এইসব প্রকল্পের ফলে বৃদ্ধি পাবে বেকারদের কর্ম সংস্থান। আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। -সংগৃহীত ছবি
আরও খবর : PM Narendra Modi : আরামবাগ থেকে রাজ্য সরকারকে বিঁধলেন নমো
