



সাশ্রয় নিউজ ★ দোহা : কাতারের রাজধানী দোহায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই দিনই তিনি সংযুক্ত আরব আমীরশাহীতে দেশের প্রথম সনাতন মন্দির উদ্বোধন করেন। রাতেই ফেরবন দোহায়। সেখানে কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আব্দুল রহমান-এর সঙ্গে বৈঠকও সারেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে যায় যে, দুই দেশের ভেতর বিনিয়োগ, বানিজ্য, অর্থ ও প্রযুক্তি, শক্তি প্রভৃতি ক্ষেত্রে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে লেখেন, “কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে দুর্দান্ত বৈঠক। আমাদের আলাপচারিতায় পুনর্জাগরণ হবে বিভিন্ন ক্ষেত্রে ভারত-কাতার সম্পর্কের।” ক’য়েক দিন আগেই ভারতের দাবি মেনে কাতার সরকার আটজন প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ড রোধ করে। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের প্রেসিডেন্টের আমন্ত্রণে সেদেশে উপস্থিত হয়েছেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mimi Chakraborty : তৃণমূল সুপ্রিমোর কাছে ইস্তফা সাংসদ মিমি চক্রবর্তীর
