Sasraya News

PM Narendra Modi : আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র জনসভা

Listen

সর্বস্তরের মানুষের উৎসাহ

সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : আগামীকাল ২৯শ মে, বৃহস্পতিবার, দুপুর ১২টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল জনসভা।  যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই জনসভাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলাজুড়ে উত্তেজনা ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে হাজার হাজার মানুষ সমাবেশ স্থলে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা ভিড় জমাবেন বলে আশা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য যে, প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল চলছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তায় ব্যানার, ফ্লেক্স, ও পোস্টার লাগানো হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের উন্নয়নমূলক প্রকল্প, আত্মনির্ভর ভারতের স্বপ্ন, কৃষি ও শিল্পক্ষেত্রে নতুন পরিকল্পনা, এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি ও সমস্যার প্রতিফলন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে রাজনৈতিক মহলের মত। আলিপুরদুয়ারের জনসভা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে যেমন আশা-উদ্দীপনা রয়েছে, তেমনি রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জনসভা সাধারণ মানুষের ভেতরে ও বিজেপি কর্মীদের ভেতরে কতটা প্রভাব ফেলতে পারে, এবং প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার জন্য অপেক্ষা করছে সমগ্র আলিপুরদুয়ার তথা রাজ্যবাসী।

-সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | 25th May 2025, Issue 66 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২৫ মে ২০২৫, সংখ্যা ৬৬

আরও খবর পেতে চোখ রাখুন সাশ্রয় নিউজ-এর পাতায় ও ইউ টিউবে 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read