Sasraya News

Saturday, February 8, 2025

PM Narendra Modi : আরামবাগ থেকে রাজ্য সরকারকে বিঁধলেন নমো

Listen

সাশ্রয় নিউজ ★ আরামবাগ : আরামবাগে সরকারি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি দলীয় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই সভা থেকে রাজ্যের শাসক দককে সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে বিঁধলেন নরেন্দ্র মোদী। সন্দেশখালির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালির মা-বোনেদের অত্যাচার চালিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়ত রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। এপ্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও বলেন, “দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল।” আরামবাগের সভায় রাজ্য সরকারের প্রতি ক্ষোভ স্পষ্ট দেখা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “দুর্নীতি-অপরাধের মডেল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। স্কুল-পুরসভার নিয়োগ দুর্নীতি, সরকারি জিনিস কিনলেও দুর্নীতি ।” এপ্রসঙ্গে মোদী হুঙ্কার স্বরে আরও বলেন, “এতদিন ধরে যাঁদের লুঠ করেছে তৃণমূল, তাঁদের টাকা ফেরত দিতেই হবে।” এই লোকসভা ভোটেই তৃণমূল কংগ্রেসের বিদায়ের সময় গোনা শুরু হবে আক্রমণ শানালেন নমো। তৃণমূলের দিকে তীর্যক ভাবে তাঁর আক্রমণ, “নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক তৃণমূলের অহঙ্কার, তৃণমূলের গুণ্ডারাজকে উৎখাত করবে মহিলারা। এদিন আরামবাগ থেকে I.N.D.I.A. জোটকেও বক্তব্যে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ” সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলেছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।”

আরও খবর : Narendra Modi : ‘বাংলার উন্নয়নে ৭ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন’ : নমো

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment