



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঝাড়্গ্রাম : সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমো -এর সাম্প্রতিক মন্তব্যের নিন্দা করলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ঝাড়্গ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভায় তিনি বলেন, ‘কোনওদিন কোনও দেশবাসী ভেবেছিল এমন হতে পারে? কিন্তু ভোট-ব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন যে, ‘রামকৃষ্ণ মিশনের অপমান, আমাদের সাধু-সন্তদের অপমান বাংংলা কোনও দিন সহ্য করবে না।’ ঝাড়্গ্রামের ওই সভা থেকে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পর্কে বলেন, ‘গোটা দেশ জানে, আমার জীবন গঠনে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে… রামকৃষ্ণ মিশনের প্রতি আমার কতটা টান রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরেও যখনই সুযোগ পেয়েছি, রাত্রিবাস করার প্রয়োজনে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে থাকি।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : LokSabha Polls 2024 Phase 5 : রাজ্যে পঞ্চম দফায় কোন কেন্দ্রে ভোটের হার কত?
