Sasraya News

Thursday, June 19, 2025

PM Narendra Modi : “আমাদের বোনেদের সিঁদুর ওরা মুছেছিল। আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে” : প্রধানমন্ত্রী

Listen

সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : বৃহস্পতিবার, ২৯ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় বক্তব্য রাখেন। এই সভায় তিনি ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি, বিশেষ করে পাকিস্তানকে লক্ষ্য করে, শক্ত অবস্থান গ্রহণের কথা উল্লেখ করেন। “অপারেশন সিঁদুর” প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি এখনও চলমান রয়েছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, তিনি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য “সিঁদুর খেলা”-র উল্লেখ করে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা দেন। ”অপারেশন সিঁদুর” প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”আমাদের বোনেদের সিঁদুর ওরা মুছেছিল। আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে। আমরা সন্ত্রাসের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছি, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।’’

উল্লেখ্য, এদিন আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী ১০১০ কোটি টাকা ব্যয়ে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ভেতর পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন তাঁর সিকিম সফর থাকলেও, আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দেন। নির্ধারিত সময়ের আগেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী উপস্থিত হন।

আলিপুরদুয়ারের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য নেতৃত্ব। ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী এই সফরের মধ্যদিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য একটি মিডিয়া প্রচার শুরু করে বলে উল্লেখ। রাজ্যের দিকে প্রধানমন্ত্রী তোপ দেগে বলেন, ‘‘রাজনীতি নিজের জায়গায় রয়েছে। কিন্তু গরিব, দলিত, আদিবাসী এবং মহিলাদের সঙ্গে তৃণমূল কেন শত্রুতা করছে? এসসি, এসটি, গরিব এবং মহিলাদের জন্য সারা দেশে যে সব প্রকল্প চলছে, সেগুলোকে এখানে কার্যকরীই হতে দেয় না।’’
এদিন আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘প্রথম সঙ্কট, সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সঙ্কট, মা-বোনেদের নিরাপত্তার অভাব, তাঁদের উপরে অত্যাচার। তৃতীয় সঙ্কট, যুবকদের মধ্যে ঘোর নিরাশা, বেকারত্বের যন্ত্রণা। চতুর্থ সঙ্কট, ঘনঘোর দুর্নীতি এবং তার ফলে এখানকার প্রশাসনের উপরে জনতার বিশ্বাস একনাগাড়ে কমতে থাকা। পঞ্চম সঙ্কট, গরিবের অধিকার ছিনিয়ে নিতে থাকা ক্ষমতাসীন স্বার্থপর রাজনৈতিক দল।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘মালদহ, মুর্শিদাবাদে যা হয়েছে, তা এখানকার শাসকদলের নির্মমতার দৃষ্টান্ত! আমি বাংলার জনতাকে জিজ্ঞাসা করতে চাই, এই ভাবে সরকার চলে? এই ভাবে সরকার চলবে?’’ প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলার মানুষের একমাত্র আশ্রয় এখন আদালত। সব বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হয়।’’। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও রাজ্যের শাসক দলকে একহাত নেন। তিনি বলেন, ‘‘হাজার হাজার শিক্ষককে শেষ করে দিয়েছে, তাঁদের পরিবারকে শেষ করে দিয়েছে, তাঁদের সন্তানদের অসহায় করে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে খেলা নয়। পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হচ্ছে।’’ প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য বরাবরের মতন কর্মীসমর্থকরা মানসিকভাবে উজ্জীবিত হয়েছেন বলে খবর রাজ্য বিজেপি সূত্রে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shubman Gill : ইংল্যান্ড সিরিজ থেকে কী ছিটকে গেলেন শুভমন গিল?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment