Sasraya News

Saturday, February 15, 2025

PM Narendra Modi : আবুধাবিতে মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Listen

সাশ্রয় নিউজ ★ আবুধাবি : আবুধাবিতে (Abu Dhabi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশটির আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে আবুধাবিতে। সেখানে তিনি একমাত্র সনাতন মন্দির (Hindu Temple) উদ্বোধন করলেন। এবং বার্তা দিলেন ‘বসুবৈধ কুটুম্বকম’-এর। একটি পাথরের ওপর প্রধানমন্ত্রী (PM Narendra Modi) এই বার্তা খোদাই করেন বলে উল্লেখ। মন্দির উদ্বোধনের পরে তিনি ওই মন্দিরে আরতীও করেন। ফুল দেন স্বামীনারায়ণ মূর্তির পায়েও। প্রসঙ্গত মন্দির উদ্বোধনের পরেই আমন্ত্রিত বহু মানুষের পাশাপাশি শিশুদের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলিত হন। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Supreme Court : নির্বাচনী বন্ড নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment