Sasraya News

Plane Crash : মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল চার্টার্ড বিমান

Listen

মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল চার্টার্ড বিমান

সাশ্রয় নিউজ ★ বালাঘাট : মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। বিমানটিতে দু’জন বিমান চালক ছিলেন বলে প্রাথমিকভাবে উল্লেখ। ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জনই।

শনিবার বিকেল বিমানটি বিরসী বিমান বন্দর থেকে ছাড়ে। কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের শেষ কথোপকথন হয়, বিকেল পৌঁনে চারটে নাগাদ। তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তরপ্রদেশ-এর বালাঘাটের একটি পাহাড়ি গ্রামে চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে। কী কারণে দুর্ঘটনা?  তা এখনও স্পষ্ট নয়। তবে খারাপ আবহাওয়ার জন্যই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে উল্লেখ। 

বালাঘাট জেলার পুলিশ সুপার সমীর সৌরভ ঘটনা সম্পর্কে বলেছেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে। ওই দু’জন হলেন, শিক্ষানবীশ পাইলট রুকশাংকা ও প্রশিক্ষক মোহিত কুমার।’

বিরসী বিমানবন্দরের প্রধান কমলেশ মেশরাম এপ্রসঙ্গে জানান, ‘এখনও বিমানটির দুর্ঘটনার কারণ জানা যায়নি। মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা। তবে এখনও আমরা নিশ্চিত নই। আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া খবরে জানা যায়, ওই সময় বালাঘাটে ঝড়-বৃষ্টি হচ্ছিল।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read