Sasraya News

Physical Abuse | উদয়পুরে আতিথেয়তার মুখোশে বর্বরতা, ফরাসি পর্যটকের উপর যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

Listen

সাশ্রয় নিউজ ★ উদয়পুর : ভারতের পর্যটন মানচিত্রে রাজস্থান (Rajasthan) বরাবরই এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে। রাজপ্রাসাদ, হ্রদ ও মরুপ্রান্তরের প্রেক্ষাপটে রাজস্থানের রূপকথার মত সৌন্দর্য বহু বিদেশিকে আকৃষ্ট করে। কিন্তু সেই সৌন্দর্যের আবরণেই এবার উঠে এল এক অন্ধকার অধ্যায়। উদয়পুরে (Udaipur) এক ফরাসি তরুণীকে  ধর্ষণের (Physical Abuse) অভিযোগ ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সূত্রের খবর, ওই ফরাসি পর্যটকটি অভিযোগ করেছেন, তাঁকে উদয়পুর শহর ঘোরাতে নিয়ে যাওয়ার নাম করে এক যুবক নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। ঘটনায় অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ সূত্রে উল্লেখ, ঘটনার সূত্রপাত ২২ জুন, যখন ওই বিদেশিনি দিল্লি (Delhi) থেকে উদয়পুর আসেন। অম্বামাতা (Ambamata) এলাকার একটি হোটেলে তিনি ওঠেন। সোমবার রাতে টাইগার হিল (Tiger Hill)-এর কাছে একটি জনপ্রিয় ক্যাফেতে যোগ দেন এক পার্টিতে। সেখানেই আলাপ হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত উদয়পুরেরই বাসিন্দা ও স্থানীয় কন্ট্যাক্ট ও ক্যাফে পার্টির মাধ্যমে পর্যটকদের সঙ্গে পরিচয় ঘটানোই ছিল তাঁর কৌশল। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত যুবক কথায় কথায় পর্যটক তরুণীকে শহরের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। অপরিচিত শহরে সদ্য আগত এই পর্যটক সেই প্রস্তাবে সম্মতি দেন। কিন্তু বাস্তবে শহর দেখানোর বদলে অভিযুক্ত তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানেই ওই যুবক কুপ্রস্তাব দেন। পর্যটক তাঁর আপত্তি জানালে অভিযুক্ত জোরজবরদস্তি করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ সূত্রে উল্লেখ যে, সবচেয়ে ভয়ার্ত দিক হল, ঘটনার সময় ওই তরুণীর ফোনে ব্যাটারি ছিল না, ফলে তিনি সাহায্যের জন্য কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অবশেষে কোনও মতে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে স্থানীয় ক’য়েকজনের সাহায্যে তিনি পৌঁছন থানায়। সেখানেই পুলিশকে গোটা ঘটনার বিবরণ দেন ও লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। উদয়পুর থানার এক সিনিয়র অফিসার কথায়, ‘‘অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর মোবাইল লোকেশন ট্র্যাক করে তল্লাশি চালানো হচ্ছে। পর্যটক তরুণীর অভিযোগ যথেষ্ট গুরুতর। তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ও মানসিক পরামর্শদাতার সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।’’

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজস্থানের পর্যটন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফরাসি তরুণীর অভিযোগ সামনে আসার পর রাজ্য পর্যটন দফতরও উদ্বেগ প্রকাশ করেছে। রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘বিদেশি পর্যটকদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। এই ধরণের ঘটনা অনভিপ্রেত ও রাজ্যের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর।’’ স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। উদয়পুরের বাসিন্দা ও সমাজকর্মী অনুপম দত্ত (Anupam Dutta) বলেন, ‘‘উদয়পুর সবসময় অতিথিবৎসল শহর হিসেবে পরিচিত ছিল। একজন পর্যটকের সঙ্গে এমন আচরণ শুধুমাত্র অপরাধ নয়, আমাদের সংস্কৃতি ও মানসিকতার উপরও আঘাত। পুলিশ যেন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে।’’ অন্যদিকে, রাজ্যের পর্যটন হটলাইনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট তরুণী ফোনে চার্জ না থাকায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেননি। পর্যটন হেল্প সেন্টারগুলো কতটা কার্যকর বা পর্যটকদের মাঝে তাদের তথ্য কতটা প্রচারিত, তা নিয়ে নতুন করে আলোচনার দরকার অনুভব করছেন বিশেষজ্ঞরা।

এই ঘটনার পর উদয়পুরের হোটেল, হোস্টেল ও ক্যাফে মালিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় থানাগুলি বিদেশি পর্যটকদের সঙ্গে সংযোগ রেখে কোনও অস্বাভাবিক পরিস্থিতি বুঝতে পারলেই হস্তক্ষেপ করার পরামর্শ দিয়েছে। ফরাসি দূতাবাসের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হয়েছে নির্যাতিতার সঙ্গে। দিল্লিতে অবস্থিত ফরাসি কনস্যুলেট সূত্রে জানানো হয়েছে, তাঁরা এই মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন ও পর্যটকের সবরকম সহায়তার ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া (Datia) জেলাতেও এক সুইস পর্যটককে গণধর্ষণের অভিযোগ উঠে এসেছিল। সেই সময়ও ভারতের পর্যটন-নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছিল। উদয়পুরের সাম্প্রতিক ঘটনা আবারও দেখাল, পর্যটনের সুরক্ষা ব্যবস্থায় কেবল পরিকল্পনা নয়, প্রয়োজন কঠোর প্রয়োগ। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া কত দ্রুত ও নির্ভুলভাবে করা হয়, তার উপরই নির্ভর করছে রাজ্যের পর্যটন ভাবমূর্তির ভবিষ্যৎ। আতিথেয়তার নামে যদি কেউ বিশ্বাস ভেঙে অপরাধ ঘটায়, তবে তা শুধু আইনের আওতায় নয়, সমাজের দায়বদ্ধতাতেও পড়বে।

ছবি : প্রতীকী
আরও পড়ুন :India lost to England in 1st Test at Headingley | শুরুতেই ধাক্কা শুভমনের, হার দিয়ে শেষ করলেন প্রথম টেস্ট   

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read