Sasraya News

Saturday, June 14, 2025

Penprints Literary Meet 2024 : পেনপ্রিন্টস লিটারারি মিট ২০২৪

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সম্প্রতি পেনপ্রিন্টস লিটারারি মিট ২০২৪ (Penprints Literary Meet 2024) হয়ে গেল সল্টলেকের একটি  হোটেল ও ব্যাঙ্কোয়েটে। শান্তি ও মানবতা উদযাপনকে পাথেয় করে এই লিটারারি মিট আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

 

অনুষ্ঠান চলাকালীন একটি মুহূর্ত

 

ওই অনুষ্ঠানে কবিতা বিষয়ক আলোচনার পাশাপাশি ছিল বই প্রকাশ, ভ্রমণ বিষয়ক আলোচনা প্রভৃতি। প্রকাশিত হয় কেতকী দত্ত, কাবেরী চট্টোপাধ্যায়, অজন্তা পাল প্রমুখের বই। বিভিন্ন আলোচনায় অংশ নেন যথাক্রমে নিশীপুলু গুর্থা, সংযুক্তা দাশগুপ্ত, সুতনুকা ঘোষ রায়, নবমালতী নেয়োগ চক্রবর্তী, রত্না গুহ মুস্তাফী প্রমুখ কবি ও আলোচকেরা। এছাড়াও কবিতা পাঠে অংশ নেন সাম্প্রতিক সময়ের বেশ ক’য়েকজন কবি।

প্রসঙ্গত, পেনপ্রিন্টস একটি প্রকাশনা সংস্থা। এই প্রকাশনী থেকে বাংলা ভাষা সহ ভারতীয় অন্যান্য ভাষা ও ইংরেজি ভাষার ওপর বিভিন্ন বই প্রকাশিত হয়। প্রকাশনা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুপ্রিয় চক্রবর্তী ও সম্পাদকীয় পরিচালক শ্রীতন্বী চক্রবর্তী আয়োজন করে করেন লেখক-পাঠক, শিক্ষাবিদ, ফটোগ্রাফার প্রমুখদের নিয়ে চমৎকার অনুষ্ঠানটি।

ওই লিটারারি মিট-এ সমাজের বিভিন্ন স্তরের শিল্প-সংস্কৃতি, শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে সোভ্রানী ব্যাঙ্কোয়েট।

আরও পড়ুন : Viswa Bharati : আটটি ডাক টিকিট প্রকাশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read