



কাঁকসার নিখোঁজ ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার
সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : নতুন বাইক কিনে সার্ভিসিংয়ে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পিন্টু বাউরি। তারপরই নিখোঁজ ছিলেন যুবক। থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পেশায় ঠিকা শ্রমিক পিন্টুর বয়স ৩৮ বছর। কাঁকসা থানার রূপগঞ্জে আলোর উৎসবের দিন শোকের অন্ধকার এলাকায়। ভাকুককোন্দার জঙ্গল থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় মানুষজন দেখেন পিন্টুর দেহ পড়ে আছে। দেহে আঘাতের চিহ্ন ছিল বলে উল্লেখ। কাঁকসা থানার পুলিশ ভালুককোন্দার জঙ্গল থেকে উদ্ধার করেছে পিন্টুর দেহ। পাড়াপ্রতিবেশিরা মনে করছেন, খুন হয়েছেন পিন্টু। কিন্তু কেন? কারা করল খুন? তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ।
