



দুঃসাহসিক ডাকাতি
সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : পশ্চিম বর্ধমানের একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় ২০ জনের একটি ডাকাতদল পাঁচিলের ওপর দিয়ে কারখানার ভেতর ঢোকে। তারপর কারখানার নিরাপত্তায় থাকা কর্মীদের বেঁধে ফেলে অবাধে লুটতরাজ চালায় বলে জানা গিয়েছে। ডাকাত দল প্রায় এক কোটি টাকার তামার তার ও অন্যান্য জিনিসপত্র লুট করে বলে খবর। কারখানার একজন নিরাপত্তা রক্ষীর কথায়, ‘ওরা আমাদের মারধর করে। ডাকাতদের হাতে পিস্তল ছিল। মুখে গামছা বাঁধা ছিল। প্রত্যেকের হাতে ছিল।’ নিরাপত্তারক্ষীদের বয়ান অনুযায়ী জানা যায়, রাত ৯ টা থেকে ৩ টে পর্যন্ত অবাধে লুটপাট চালায় ডাকাতরা।
উল্লেখ্য, কাঁকসার একটি ইস্পাত কারখানা মাস ছয়েক আগে বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। ওই ডাকাতির ঘটনার তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ।
ছবি : প্রতীকী
