Sasraya News

Thursday, June 19, 2025

Partha Chatterjee : আদালত চত্বরে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

Listen

আদালত চত্বরে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আলিপুর বিশেষ সিবিআই আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছতেই ‘চোর চোর ‘ স্লোগান ভেসে আসে। আদালত চত্বরে উপস্থির সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সুজন চক্রবর্তী, শুভেন্দুবাবুরা বড় ড় কথা বলছেন তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন দেখুন। ২০০৯-১০ -এর সিএজি রিপোর্ট পড়ুন। সব জায়গায় তদ্বির করছেন যেহেতু আমি বলেছি করতে পারব না আমি বলেছি যে আমি নিয়োগ কর্তা নই। আমি বলেছি সাহায্য তো দূরের কথা কোনও বেআইনি কাজ করতে পারব না।” তিনি আরও বলেন, “শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন ডিপিএসটি-টা দেখুন কী করেছে।”

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment