



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দেশে ফিরল অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় দল। হরমনপ্রীত সিংহদের বরণ করে নিল আমজনতা। দিল্লি বিমান বন্দরে তাঁদের স্বাগত জানালেন সাধারণ মানুষ। বিমান বন্দরের বাইরে ঢাকের তালে নাচতে দেখা যায় পদকজয়ী হকি দলের সদস্যদের। তবে দলের সব সদস্যরা ফেরেননি। সুখজিৎ সিংহ, পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, রাজকুমার পাল, অভিষেক প্রমুখ প্লেয়াররা থেকে যান অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হরমনপ্রীত সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এটা হকির একটা বড় সাফল্য। পর পর দুটো অলিম্পিক্স থেকে পদক জিততে পারলাম। যখনই মাঠে নামব, জিতে ফেরার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আমরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছি সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে সমর্থন পেয়েছি। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই।” উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের ও শ্রীজেশ অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন।
ছবি : সংগৃহীত
আরও খবর : Har Ghar Tiranga Campaign : মহাত্মা গান্ধীর অবদানকে দেশ কখনও ভুলতে পারবে না : জেপি নাড্ডা
