



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পক্স ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন বিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্রশ্ন উঠছে, কীভাবে বিনেশের (Vinesh) ওজন সেমিফাইনালের পরে দুই কিলোগ্রাম বৃদ্ধি পেল?
প্রসঙ্গত, মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগ বেছে নেন বিনেশ ফোগাট। কারণ মহিলাদের কুস্তির ৫৩ কেজি বিভাগে চান্স পাননি প্যারিস অলিম্পিক্সে। ৫০ কেজি বিভাগে দুরন্ত পারফর্ম করলেও ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে যান ভারতীয় কুস্তীগির। সূত্রের খবর, নিজেকে ৫৩ কেজির উপযোগী করে তুলতে প্রচুর পরিশ্রমও করেছেন বিনেশ। দেশ-বিদেশের শক্তি বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, ফিজিওর সাহায্য নিয়েছেন ওজন নিয়ন্ত্রণে রাখতে। কঠোর সূচীর ভেতর দিয়ে যাচ্ছিলেন ভারতীয় কুস্তীগির। তবু সেমিফাইনালের পরের রাতেই বিনেশের ওজন দাঁড়ায় ৫২.৭ কিলোগ্রাম। অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০ কেজি ওজনে ৫০ গ্রাম ছাড় মেলে। সুতরাং বিনেশকে পরের দিন সকাল সাড়ে আটটার ভেতর বিনেশকে কমাতে হত ২ কেজি ৬৫০ গ্রাম ওজন।

কেন এমন হয়েছিল? এক শ্রেণির সংবাদ সূত্রে উল্লেখ, বিনেশ ওজন দেওয়ার পরে এক গ্লাস ফলের রস খেয়েছিলেন। পাশাপাশি ম্যাচের আগে ও পরে খান আরও দু’লিটার তরল খাবার। তবে তাঁর খাবারের নির্দিষ্ট রুটিন মেনেই খাবার খেয়েছিলেন। ওই খাবার টুকু না খেলে ম্যাচের ধকল নেওয়া কষ্টকর ছিল তাঁর পক্ষে। তবে ভারতীয় দল সূত্রে খবর, ওজন কমানোর জন্য ভারতীয় কুস্তীগির ছোট করে ফেলেন মাথার চুল। এমনকী শরীর থেকে বের করে দেন বাড়তি রক্তও। শরীরে জলের বৃদ্ধি যাতে না হয়, তার জন্য তাঁকে পান করতে দেওয়া হয়নি সামান্য পরিমাণ জলও। তবু বিনেশের ওজন প্রয়োজনের থেকে ১০০ গ্রাম বেশি পান বিচারকেরা। ভারতীয় দল বিচারকদের কাছে আরেকবার সুযোগ চান। দেওয়া হয়নি সেই সুযোগ। দেখানো হয় নিয়মের মাপকাঠি।
ছবি : সংগৃহীত
আরও খবর : Bryan Adams Kolkata Show : কলকাতায় কনসার্ট করবেন কানাডিয়ান সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস
