



সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের পরে আইপিএল থেকে বিদায় পাঞ্জাব কিংসের (Panjab Kings)। দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএল (IPL 2024) থেকে বিদায় নিল প্রীতি জিন্টার দল। আইপিএল রেকর্ড বলছে, প্রীতি জিন্টার (Preety Zinta) পাঞ্জাব কিংসকে টানা ১০ বার প্লে-অফে যাওয়ার আগেই থামতে হয়েছে।

কেবলমাত্র ২০১৪ সালে ফাইনালে খেলেছিল পাঞ্জাব সুপার কিংস। সেবার রানার্স হয় পাঞ্জাব। এবং কলকাতা নাইট রাইডারস (Kolkata Knight Rider’s) ট্রফি ঘরে তুলেছিল। এই আইপিএল-এর শুরুতে পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছিলেন শিখর ধাওয়ান। চোটের জন্য খেলতে পারেননি শিখর। অধিনায়ক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন শ্যাম কারেন। এ বছর আইপিএল-এ বেঙ্গালুরুর কাছে হেরে গিয়ে প্রীতি জিন্টার দলের আইপিএল অভিযান এবারের মতন সমাপ্ত হয়। -সংগৃহীত ছবি
