



মোবাইল দোকানে গুলি পুলিশের
সাশ্রয় নিউজ ★ অমৃতসর : অমৃতসরের একটি মোবাইল দোকানে পুলিশ গুলি চালিয়েছে, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই গুলি চালানোর ঘটনাকে দুর্ঘটনা ও ভুল করে গুলি চালানো বলে চাপা দিতে চেয়েছেন পুলিশকর্মী বলে খবরে প্রকাশ। উল্লেখ্য যে, ওই পুলিশকর্মীর পিস্তলের গুলিতে আহত হয়েছেন মোবাইল দোকানের কর্মী। জানা যায়, পুলিশ কর্মী ওই মোবাইল দোকানে মোবাইল কিনতে যান। সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। গত বুধবারের এই আকস্মিক ঘটনায় চমকে গিয়েছেন সকলে। পাঞ্জাব পুলিশ অভিযুক্ত পুলিশ কর্মী সাসপেন্ড করেছে বলে উল্লেখ।
