Sasraya News

Panchayet Election : পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে?

Listen

পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে?   

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কী এগিয়ে আসছে? এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ভেতর জল্পনা তৈরি হয়েছে। বিগত সময়ে দেখা গেছে, মে মাস নাগাদ পঞ্চায়েত নির্বাচন হয়। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৩-এর মার্চ-এপ্রিলেই হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে খশড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। নভেম্বর মাসে চুড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হবে। বুধবার নির্বাচন কমিশন প্রকাশ করেছে নির্বাচনের আসন পুনর্বিন্যাসের তালিকা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে আসন বৃদ্ধি হয়েছে। এবার গ্রাম পঞ্চায়েতের আসন বৃদ্ধি হয়ে মোট আসন দাঁড়িয়েছে ৬২,৩৬২। ২০১৮-তে আসন ছিল ৪৮,৬৫০। অর্থাৎ ১৩,৭১২ টি আসন বৃদ্ধি হয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আসন বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে মোট আসন হয়েছে ৯,৪৯৮। ২০১৮ তে আসন ছিল ৯,২১৭। সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির আসন বৃদ্ধি হয়েছে ২৮১। জেলা পরিষদে আসন বৃদ্ধি হয়েছে ৯২৯। ২০১৮ সালে জেলা পরিষদের আসন ছিল ৮২৫। অর্থাৎ জেলা পরিষদের আসন বৃদ্ধি হয়ে মোট আসন হয়েছে ১০৩ টি। 

    নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন সংখ্যা বাড়ানোর কারণ, বিগত ২ বছরে ভোটার সংখ্যা ও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নির্বাচন কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পর্ব শেষ করতে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ব্যয় হয়। এবার নির্বাচন কমিশন চেষ্টা করছে, বুথগুলিতে কমভোটার সংখ্যার মধ্যে রাখতে।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read