Sasraya News

Oscar : বঙ্গ-কন্যার হাতে অস্কার

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রথম বাঙালি হিসেবে অস্কার (Oscar)  পেয়েছিলেন সত্যজিৎ রায়। সেই বাঙালি কিংবদন্তী পরিচালকের পরে আরও একজন বাঙালির হাতে অস্কার। বঙ্গ-কন্যা সঞ্চারী দাস মল্লিক -এর হাতে ৯৫ তম অস্কার। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। এই তথ্যচিত্রটি এবার অস্কার মঞ্চে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র সেকশনে অস্কার জেতে। তথ্যচিত্রের নেপথ্যে থেকে কাজ করেন সঞ্চারী। তিনি ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ (The Elephant Whisperers) -এর সম্পাদনার কাজ করেছেন। সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক সঞ্চারী দাস মল্লিক দ্বিতীয় বাঙালি হিসেবে অস্কার (Oscar Award) হাতে। তথ্যচিত্রটির পরিচালক কার্তিকী গনসালভেস (Kartiki Gonsalves)। ছবি : সংগৃহীত 

আরও খবর : KL Rahul : আইপিএল-এ খেলার জন্য প্রস্তত রাহুল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read