



অস্কারে ‘হাওয়া’
সাশ্রয় নিউজ : অস্কারে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাওয়া’। বাংলাদেশ থেকে ৯৫ তম অস্কারে চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান-এর এই ছবিটি বিদেশি ভাষার ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাসিরুদ্দিন খান, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, বাবলু বোস, মাহমুদ হাসান প্রমুখ। রাশিদ শরীফ শোয়েব আবহসঙ্গীত, ইমন চৌধুরী সঙ্গীত পরিচালনা করেছেন।
জাহিন ফারুক আমিন সুকর্ণ সাহেদ ধীমান-এর পরিচালক মেজবাউর রহমানও ‘হাওয়া’ সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন।
‘হাওয়া’ সিনেমাটি মার্কিনমুলুকে ও কানাডায় সুনামের সঙ্গে চলেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ দেখার হিড়িক পড়েছে। ছবিটির প্রযোজক সান পিকচার্স লিমিটেড।
উল্লেখ্য, ‘কুড়া পাখির শূন্যে উড়া’ নামে পরিচালক মুহাম্মদ কাইয়ুম-এর ছবিটিও ‘হাওয়া’-এর সঙ্গে অস্কার দৌড়ে ছিল। কিন্তু ‘হাওয়া’ ছবিটিকেই অস্কার বাংলাদেশ, সর্বোচ্চ স্থানে রেখে ছাড়পত্র দিয়েছে।
