Sasraya News

Thursday, February 13, 2025

OBC Certificate : হাইকোর্টের রায়ে বাতিল পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজিরবিহীন রায় দেয় বুধবার। এদিন বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশিন বেঞ্চ ২০১০ সালের পরে তৈরি হওয়া ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দেয়। ফলে বাতিল ২০১০ সালের পরে তৈরি হওয়া ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট (OBC Certificate)। তবে বৈধ থাকছে ২০১০ সালের আগে তৈরি হওয়া ওবিসি তালিকা ও সার্টিফিকেট। এবং প্রশ্ন ওঠে, যাঁরা ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণ কোটায় চাকরি পান তাঁদের ক্ষেত্রে কী হবে? এহেনক্ষত্রে কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ জানান যে, ওবিবি সংরক্ষণে যাঁদের চাকরি হয়েছে ও নিয়োগপ্রক্রিয়ার ভেতর আছেন, তাঁদের চাকরি বহাল থাকছে। শুরু তাই নয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এদিন নির্দেশ যে, নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে হবে। এবং তা West Bengal Backward Class Commission ACT 1993 অনুযায়ী। তালিকা বিধানসভায় পেশ করে ফাইনাল অনুমোদনও নিতে হবে বলে উল্লেখ। -ফাইল চিত্র 

আরও পড়ুন : Shah Rukh Khan Hospitalized : অসুস্থ শাহরুখ খান, হাসপাতালে ভর্তি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment