



ইডি দফতরে গেলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডি দফতরে গেলেন নুসরাত। সকাল দশটার কিছু সময় পরে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে রওনা দেন অভিনেত্রী তথা সাংসদ। উল্লেখ্য যে, একটি ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাতকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তাঁর নামে। সেই মামলাতেই নুসরাতকে তলব করে ইডি। ইডির তলবে সাড়া দিয়ে ইডি দফতরে পৌঁছান বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন-এর মন্তব্য, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন। আইন আইনের মতো চলবে। কিন্তু আমাদের প্রশ্ন এই তদন্ত কবে শেষ হবে? কতদিন পর্যন্ত মিডিয়া ট্রায়াল চলবে?” অন্যদিকে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী-এর বক্তব্য, অপরাধ প্রমাণিত। নুসরত নিজে সেটা স্বীকার করেছেন, যে তিনি কোম্পানির ডিরেক্টর ছিলেন। সেখান থেকে টাকা নিয়েছেন। কোম্পানির ডিরেক্টর ব্যাঙ্ক থেকে কেন ঋণ নিতে পারলেন না? ইডি কী করবে আমি জানি না। কারণ ইডি-র ঠিকা আমি নিই নি।” বিশেষ সূত্রে খবর, ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নুসরাত জাহান। এবং তাঁর জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও হচ্ছে বলে উল্লেখ।
