



ফ্ল্যাট বিক্রি প্রতারণাকাণ্ডে ইডির তলব নুসরাতকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে ইডি -এর তলব। অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে ফ্ল্যাট বিক্রি প্রতারণাকাণ্ডে ইডি তলব করে বলে উল্লেখ। সূত্রের খবর আগামী মমঙ্গলবার নুসরাতকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠায় ইডি। শুধু বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকেই নয়, ইডি তলব করেছে রাকেশ সিংহকেও। রাকেশ সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর।
-ফাইল চিত্র
