Sasraya News

Numerology | সংখ্যার ছকে বাঁধা জীবন ২৬ জুন ও ‘৮’ সংখ্যার জাতক-জাতিকাদের ভাগ্যচিত্র

Listen

সোমনাথ আচার্য : জীবনের প্রতিটি বাঁকে সংখ্যা লুকিয়ে রাখে রহস্য। জন্ম তারিখের অঙ্ক শুধু একদিনের কথা বলে না, বলে ভবিষ্যৎ, বলে সম্পর্কের রসায়ন, বলে কর্মজীবনের গতিপথও। সংখ্যাতত্ত্বের (Numerology) চোখ দিয়ে দেখতে গেলে, ২৬ জুনে জন্ম নেওয়া বা যাঁদের ‘জন্ম সংখ্যা’ (Birth Number) ৮। তাঁরা এক অনন্য মিশ্র চরিত্রের অধিকারী। ৮ সংখ্যা এবং ২৬ তারিখ। দু’য়েরই পেছনে রয়েছে গ্রহ শনি (Saturn)-এর ছায়া। তাঁর প্রভাব জীবনে নিয়ে আসে গভীরতা, ধৈর্য ও অনেক সময় কঠিন পরীক্ষা। সংখ্যা ৮-এর জাতক জাতিকারা খুব একটা সহজ পথে হাঁটেন না। এঁদের জীবনে সাফল্য আসে দেরিতে, তবে একবার এঁরা নিজের জায়গা গড়ে তুললে, সেটা চিরস্থায়ী হয়। যেমন কোনও একটি কাজে বা পদে পৌঁছতে সময় লাগলেও, একবার সেই জায়গায় পৌঁছালে এঁরা হন প্রতিষ্ঠিত ও স্থির। এই ধরণের মানুষরা সাধারণত অত্যন্ত দায়িত্বশীল, বাস্তববাদী ও পরিশ্রমী হয়ে থাকেন। বস্তুত, পরিশ্রমই এঁদের সাফল্যের একমাত্র চাবিকাঠি।

-প্রতীকী চিত্র

২৬ জুন তারিখে জন্মানো মানুষরা বেশ রহস্যময় ও অন্তর্মুখী স্বভাবের হন। বাইরের জগতে তাঁরা যতটা সংযত, ভিতরের জগতে ততটাই আবেগপ্রবণ। পরিবার ও কাছের মানুষদের প্রতি দায়িত্ববোধ তাঁদের গভীর, কিন্তু এঁরা সহজে মনের কথা বলেন না। প্রেম-ভালবাসার ক্ষেত্রেও তাই সমস্যার মুখে পড়েন। ভালবাসেন গভীরভাবে, কিন্তু প্রকাশে সংকোচবোধ করেন। যার ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। কর্মজীবনে ৮ সংখ্যার জাতকদের একঘেয়ে কাজ একদম মানায় না। তাঁরা সফল হন যেখানে দীর্ঘমেয়াদি ধৈর্যের পরীক্ষা রয়েছে। যেমন আইন, প্রশাসন, প্রকৌশল, গণিত বা গবেষণামূলক পেশায়। এঁরা নেতা হতে পারেন, কিন্তু সে নেতৃত্ব আসে প্রভাব থেকে নয়, অভিজ্ঞতা ও পরিশ্রমের স্বীকৃতি থেকে। বিয়ের ক্ষেত্রে ৮ সংখ্যার মানুষদের জীবনে জটিলতা থাকেই। বহু ক্ষেত্রেই তাঁদের বৈবাহিক জীবন শুরু হয় দেরিতে বা নানা বাধা অতিক্রম করে। কিন্তু একবার সঠিক সঙ্গীকে খুঁজে পেলে তাঁরা হন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ জীবনসঙ্গী। এই সংখ্যা যেহেতু ‘কর্ম’ বা কর্মফলের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই সম্পর্কেও তাঁদের জীবন বারবার পরীক্ষা নেয়। তবে এই জাতক জাতিকাদের কার সঙ্গে বিয়ে হলে সম্পর্ক মসৃণ হবে? সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, ৮ সংখ্যার সঙ্গে সবচেয়ে ভাল মিল হয় ২, ৪ ও ৬ সংখ্যার মানুষের সঙ্গে। ২ সংখ্যার জাতক জাতিকারা হন সংবেদনশীল ও স্নেহময়, যা ৮ সংখ্যার মানুষের কড়া আবরণ ভেদ করে গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। ৪ সংখ্যার মানুষদের মধ্যে ৮-এর মতোই বাস্তববোধ ও দায়িত্ববোধ থাকে, ফলে দু’জনের মধ্যেই বোঝাপড়া সহজ হয়। আবার ৬ সংখ্যার জাতক জাতিকারা প্রেমময়, পরিবারের প্রতি মনোযোগী ও শিল্পপ্রিয়, যা ৮ সংখ্যার মানুষদের জীবনে নরম স্পর্শ আনে। তবে একটি বিষয়ে সাবধান থাকতে বলেন বিশেষজ্ঞরা। তা হল, ৮ সংখ্যার মানুষরা বহু ক্ষেত্রেই অকারণে উদ্বিগ্ন হয়ে ওঠেন, অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবনা তাঁদের ক্লান্ত করে। এই প্রবণতা প্রেম বা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সম্পর্ককে সহজভাবে নিতে শেখা, নিজের অভিব্যক্তি স্পষ্ট করে বলা ও জীবনের মসৃণতার মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়াই তাঁদের জীবনের চাবিকাঠি।

-প্রতীকী চিত্র

সংখ্যাতত্ত্বের দৃষ্টিতে, ৮ সংখ্যাটি একাধারে ভারী, গভীর ও দার্শনিক। এই সংখ্যার জাতক জাতিকারা সাধারণত খুব একটা মসৃণ জীবনের দেখা পান না, কিন্তু তাঁরা যে জায়গায় পৌঁছন, তা অন্যদের চেয়ে অনেক বেশি স্থায়ী ও গুরুত্বপূর্ণ হয়। ২৬ জুনের জাতকদের জন্য জীবনের বার্তা : ধৈর্য হারাবেন না, কারণ আপনার যাত্রাপথ হয়ত দীর্ঘ, কিন্তু গন্তব্য তাৎপর্যপূর্ণ। আর প্রেম? তার পথ হয়ত গোলোকধাঁধার মত, কিন্তু একবার সঠিক মানুষকে খুঁজে পেলে, সে প্রেম হয় জীবনের গভীরতম আশ্রয়। সংখ্যার গাণিতিক রহস্যে বাঁধা মানুষের গল্প। ৮ সংখ্যার পেছনে রয়েছে শনি ধীর, কঠিন, কিন্তু ন্যায়ের প্রতীক।

ছবি: প্রতীকী 
আরও পড়ুন : Vijay-Rashmika : ‘সব কিছুতে ও-ই!’ প্রকাশ্যে বিজয়-রশ্মিকা, বিয়ের গুঞ্জন ফের তুঙ্গে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read