



বিভাস বসু : সংখ্যাতত্ত্বের (Numerology) রহস্যময় জগতে জন্ম তারিখ ও সংখ্যার প্রভাব অবিশ্বাস্যভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। সংখ্যাতত্ত্বে ‘৭’ সংখ্যাটি চিহ্নিত হয় একটি বিশেষ, গূঢ়, আর একধরনের আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে। যাঁরা ৭ তারিখে জন্মগ্রহণ করেন বা যাঁদের মূল জন্মসংখ্যা হয় ৭ (যেমন ৭, ১৬ বা ২৫ তারিখে জন্ম), তাঁরা হন ভিন্ন ধরণের, অন্তর্মুখী এবং গভীর চিন্তার অধিকারী। তাঁদের জীবন, প্রেম, পেশা এবং বৈবাহিক সম্পর্কেও থাকে এক ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন অভিজ্ঞতা।
সংখ্যাতত্ত্ব বলছে, জন্ম তারিখ অনুসারে ৭ মানেই একজন ‘বিচারক’ প্রকৃতির মানুষ। তাঁরা সহজে কারও প্রতি মুগ্ধ হন না। আবার গভীর প্রেমে একবার জড়ালে মুক্তিও মেলে না। তাঁদের সঙ্গে প্রেমে পড়া মানে এমন একজনকে ভালবাসা, যিনি আপনার প্রতিটি শব্দের পিছনের মানে খুঁজে নেন। তবে এই গভীরতা কখনও কখনও হয়ে ওঠে বোঝার বাইরে। এমনকি তাঁদের সঙ্গীদের কাছেও। তাঁদের প্রেম আর বিয়েতে ধীরে ধীরে বিশ্বাস জন্মায়। ৭ সংখ্যার জাতক বা জাতিকারা প্রেমের ব্যাপারে খুব বেশি আবেগপ্রবণ না হলেও, তাঁরা দারুণ সংবেদনশীল। তাঁদের ভালবাসা গভীর। কিন্তু সেটা প্রকাশ পায় ধীরে ধীরে। তাঁরা কাউকে ভালবাসলে সেই ভালবাসা হয় অনেকটা সমুদ্রের মতো। চোখে কম, মনে অনেক বেশি। তবে তাঁদের মধ্যে একধরনের অবিশ্বাসও থাকে, যা সম্পর্কে ধীরে ধীরে জটিলতা তৈরি করতে পারে। বিশ্বাস এবং যোগাযোগের অভাবে সম্পর্ক নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। তবে একবার তাঁরা যদি কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে সেই সম্পর্ক ভাঙতে চাইলেও সহজে ভাঙে না। তাঁরা চায় এমন একজন জীবনসঙ্গী, যিনি তাঁদের আবেগের গভীরতা বুঝতে পারবেন ও যাঁর সঙ্গে তাঁরা নিজেদের মনের দ্বিধা, দোটানাও শেয়ার করতে পারবেন।
চাকরি ও পেশায় বিচক্ষণ কৌশলী এই সংখ্যার জাতক জাতিকারা। জন্ম তারিখ অনুসারে ৭ সংখ্যার ব্যক্তিরা খুব কমই চিরাচরিত নিয়ম মেনে চলে। কর্পোরেট চাকরি বা প্রশাসনিক কাজে খুব বেশি সময় তাঁরা কাটাতে পারেন না, যদি না সেখানে স্বাধীনভাবে ভাবনার সুযোগ থাকে। সৃজনশীলতা, গবেষণা, লেখালেখি, আয়ুর্বেদ, যোগ, মেডিটেশন, বা গোপন বিজ্ঞানের মতো পেশাগুলোতে তাঁরা দারুণ সফল। তাঁদের বিশ্লেষণী ক্ষমতা, অন্তর্দৃষ্টি এবং ধৈর্য্য তাঁদেরকে করে তোলে একান্ত নিজের পথে চলা এক নির্জন পথিক।
এই সংখ্যার জাতক জাতিকা সহজে কাউকে বিশ্বাস করেন না। আবার কারও মতামতের উপরেও খুব বেশি নির্ভর করতে চান না। এর ফলে, অনেক সময় তাঁরা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কিন্তু যখন নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেন। তখন সাফল্যও আসে নির্ভরযোগ্যভাবে। ৭ সংখ্যার জাতক বা জাতিকারা সংসারে সাধারণত খুব চুপচাপ থাকেন। তাঁদের সমস্যা একটাই তাঁরা নিজের আবেগ, হতাশা বা অভিমান শেয়ার করেন না। এর ফলে অনেক সময় সঙ্গী মনে করেন, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। অথচ বাস্তবে তাঁরা হয়ত সেই দূরত্ব কমানোর জন্য ভিতরে ভিতরে লড়াই করছেন। সংসারে শান্তি বজায় রাখতে তাঁদের চাই এমন একজন জীবনসঙ্গী, যিনি যথেষ্ট ধৈর্যশীল ও আবেগ-প্রবণ নন, বরং যিনি নিজেও মনের গভীরতা বোঝেন।
তাঁদের জন্য ভাল জীবনসঙ্গী কোন সংখ্যার? এই প্রশ্নের উত্তরে বলা যায়, সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৭ সংখ্যার জাতক জাতিকার জন্য সবচেয়ে উপযোগী সংখ্যা হল ২ ও ৪। ২ সংখ্যার জাতক জাতিকারা সাধারণত সহানুভূতিশীল, প্রেমপ্রবণ ও মুড বোঝেন। ৪ সংখ্যার জাতক জাতিকারা আবার স্থির, নির্ভরযোগ্য এবং বাস্তববাদী। এই দুই ধরনের মানুষ ৭ সংখ্যার গভীর মন এবং গম্ভীর স্বভাবকে সামলাতে পারেন। এছাড়া ৫ সংখ্যার ব্যক্তিদের সঙ্গেও তাঁদের দারুণ কেমিস্ট্রি হতে দেখা যায়, যদিও এই সম্পর্ক বেশ ওঠাপড়া ভরা। অর্থের দিক থেকে ৭ সংখ্যার জাতক জাতিকারা হঠাৎ করে বড় কিছু পান না। তাঁদের সাফল্য ধাপে ধাপে আসে। ৩৪ বা ৪৩ বছর বয়স নাগাদ আর্থিক স্থিতিশীলতা দেখা দেয়। তবে তাঁদের অর্থসঞ্চয়ের প্রবণতা বেশি থাকে না। তাঁরা অর্থ উপার্জন করেন মনের শান্তির জন্য। বিলাসিতা বা বাহ্যিক পরিচয়ের জন্য নয়। ফলে ধনী হলেও তাঁরা বাহ্যিকভাবে খুব বেশি বিলাসী জীবনযাপন করেন না। তবে ৭ সংখ্যার জাতক জাতিকার জীবনে হঠাৎ হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। জীবনে হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া, বা হঠাৎ এক বিশাল সুযোগ এসে যাওয়া এসবই তাঁদের জীবনের অংশ। যেন কোনও অদৃশ্য শক্তি তাঁদের জীবনের রাশ নিজের হাতে তুলে নেয়। তাই এই সংখ্যার মানুষদের বলা হয় ‘নিয়তির সন্তান’। তাঁরা নিজেরা যতই পরিকল্পনা করুন, শেষ পর্যন্ত যা হয়, তা অনেক সময় তাঁদের চিন্তার বাইরে চলে যায়। তবে সব মিলিয়ে জন্ম ৭ সংখ্যার মানুষরা হয় চুপচাপ, আত্মবিশ্লেষী, আর ভিতরে ভিতরে দুর্দান্ত মেধাবী। তাঁরা প্রেম করেন একান্তভাবে, কাজ করেন একাগ্রভাবে এবং জীবনকে দেখেন এক গভীর দর্শনের চোখে। ফলে তাঁদের বোঝা যত কঠিন, ততই রহস্যময় তাঁদের সঙ্গ দেওয়া।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা
