



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : বিশিষ্ট হিন্দি ঔপন্যাসিক মালতি জোশী প্রয়াত। হিন্দি সাহিত্যে তাঁর অসংখ্য লেখা সাধারণ পাঠকদের মুগ্ধ করে। নিরন্তরভাবে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সহ সাহিত্যের একাধিক ধারায় শ্রীমতী জোশী বিচরণ করেছেন। ভারতীয় ও বহির্বিশ্বের অনুবাদ সাহিত্যের প্রতিও তাঁর অসীম টান ছিল। শ্রীমতী জোশীর প্রয়াণে সমাজমাধ্যমে একটি শোকবার্তায় শোক প্রকাশ করেছে সাহিত্য আকাদেমি কর্তৃপক্ষ। শোকাহত অজস্র তাঁর সাহিত্যমুগ্ধ পাঠক। ছবি : সংগৃহীত
Weather Report : সপ্তাহ শেষে তাপপ্রবাহের সতর্কতা
