Sasraya News

Friday, March 28, 2025

North East : লালা কলেজে সেমিনার

Listen

লালা কলেজে সেমিনার 

সাশ্রয় নিউজ ★ রাজেশ চন্দ্র দেবনাথ : উত্তর পূর্বের সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দু’দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল আসামের লালা রুর‍্যাল কলেজে। দু’দিনের এই সেমিনারে আলোচনা ছিল জমজমাট। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সেমিনারের সূচনা হয়। এরপর উত্তর পূর্বের সমাজ, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মলয় দেব সেমিনারে উত্তর পূর্ব ভারতের প্রগাধুনিক বাংলা সাহিত্যের বিস্তারিত আলোচনা করেন। তিনি এই অঞ্চলের ত্রিপুরা, হেড়ম্ব, জয়ন্তীয়া ও মণিপুর রাজ্যের রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত বাংলা সাহিত্য এবং জনদরবারের বাংলা সাহিত্যে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শুধু তা-ই নয়, সাম্প্রতিক সময়ে বিদ্যায়তনিক পরিসরে উত্তর পূর্ব ভারতের প্রাগাধুনিক বাংলা সাহিত্য চর্চার প্রাসঙ্গিকতা নিয়েও বক্তব্যে তাঁর মতামত তুলে ধরেন। লালা রুর‍্যাল কলেজের অধ্যক্ষ তথা অনুষ্ঠানের সভাপতি ড. হিমব্রত চক্রবর্তী বলেন সেমিনারে যে পেপারগুলো পাঠ করা হয়েছে সবগুলো খুবই ভাল মানের ছিল।অধ্যাপক ড. তনুজকান্তি দে জানান, এই সেমিনারে বাংলায় ৮০ টি ও মনিপুরি বিভাগে ১৮ টি পেপার জমা পড়েছে। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. লক্ষ্মীনাথ, ড. নয়নচাঁদ সিংহ, অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment