Sasraya News

North Bengal News : ইসলামপুরে একই দিনে দুই বন্ধুর মৃত্যু

Listen

ইসলামপুরে একই দিনে দুই বন্ধুর মৃত্যু

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : একই দিনে দুই বন্ধুর মৃত্যু ঘিরে শোকের ছায়া ইসলামপুরে (Islampur)।  ইসলামপুরের কেএমসি মোড়ের বাসিন্দা সুকুমার মজুমদার চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন শিলিগুড়ির একটি হাসপাতালে। সেখানে স্ত্রীকে নিয়ে তাঁকে দেখতে যান উত্তর দিনাজপুরের (Uttar Diinajpur) ইসলামপুরেরই (Islampur)  বাসিন্দা হিমাংশু পোদ্দার। ইসলামপুর থেকে শিলিগুড়ি (siliguri) পর্যন্ত নিজেই ড্রাইভ করে যান। দম্পতি সুকান্ত বাবুকে নার্সিংহোমে (Nursing Home) দেখেও আসেন। তার পরেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রাণ হারান সুকান্ত বাবু। হিমাংশু বাবু দেখা করে যাওয়ার পরেই সুকান্ত বাবুর মৃত্যু হয় বলে উল্লেখ। এই ঘটনার শুক্রবার শোকের ছায়া নামে ইসলামপুরে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read