



যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : প্রাকৃতিক বিপর্যয়ে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। একালায় ত্রাসের ছবি। ভাঙাচোরা বাড়িঘর। প্রাকৃতিক দূর্যোগের কারণে তিস্তা বাজার ও মেল্লিতে ধস কালিম্পঙয়ে। এই বিপর্যয়ে ঘরহারা মানুষজন। বৃহস্পতিবার প্রাকৃতিক দূর্যোগগ্রস্ত এলাকা পরিদশনে উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। জিটিএ চেয়ারম্যান অনীল থাপা ক্ষতিগ্রস্ত এলাকায় যান। এবং ঘুরে দেখেন।
এদিন ময়নাগুড়ি থেকে উদ্ধার হয় ৮টি দেহ। পুলিশ, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাগুড়ির ধর্মপুর হেলাপাকড়ি থেকে দেহগুলি উদ্ধার হয় বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর, দেহগুলি বিপর্যস্ত সিকিম থেকে ভেসে আসতে পারে বলে প্রশাসনিক সূত্র মনে করছেন!
উল্লেখ্য, এখন পর্যন্ত সরকারি সূত্রে খবর, সিকিম বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন। নিখোঁজ জন সেনা জওয়ান। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে বলে খবর।
