



পুলিশের গাড়ি ও বাইক সংঘর্ষ, হত তিন যুবক
সাশ্রয় নিউজ ★ বনগাঁ : পুলিশের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে হত তিন যুবক। সূত্রের খবর, তিন যুবকই গোপাল নগর থানার পাঁচপোতার বাসিন্দা। মামুদপুরের দিকে যাওয়ার পথে উলটো দিক থেকে আসা পুলিশ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। প্রাণ হারান তিন যুবক। পুলিশের গাড়িতে ছিলেন বনগাঁ মহিলা থানার আইসি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। তিনি ও তাঁর গাড়ির চালক ঘটনায় আহত হন বলে উল্লেখ। হতের পরিবারের অভিযোগ, পুলিশের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই ওই মর্মান্তিক দুর্ঘটনা!
