Sasraya News

North 24 Parganas : নবজাতকের দেহ উদ্ধার

Listen

নবজাতকের দেহ উদ্ধার 

সাশ্রয় নিউজ ★ হাওড়া : রাস্তার ধারে নবজাতকের দেহ উদ্ধার হয় উত্তর চব্বিশ পরগণা জেলার মল্লিকপুরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ব্যাগের ভেতর সাদা কাপড়ে মোড়া একটি নবজাতকের মৃত দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ নবজাতকের দেহ উদ্ধার করে স্থানীয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা নবজাতকের দেহ পরীক্ষা করে জানান, ‘নির্দিষ্ট সময়ের আগেই সম্ভবত শিশুটির প্রসব করানো হয়েছে। একটি ছেলের দেহ ওটি। বয়স আনুমানিক ছয় মাস।’ কীভাবে দেহটি এলাকায় এল, তা নিয়ে ধন্দে এলাকাবাসীরা। নবজাতকের দেহ ময়নাতদন্তের পাঠান।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read