Sasraya News

Friday, March 28, 2025

North 24 Parganas : গ্রামবাসীরা আটকালেন স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল তৈরির কাজ

Listen

গ্রামবাসীরা আটকালেন স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল তৈরির কাজ

সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : গ্রামবাসীরা আটকালেন স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল তৈরির কাজ। কেন? গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে উপ স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল তৈরির কাজ। ঘটনা, উত্তর চব্বিশ পরগণা জেলার দেগঙ্গার শ্বেতপুর গ্রাম পঞ্চায়েত। ঘটনায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের কথায়, এই গ্রামপঞ্চায়েতের সোহাই উপ স্বাস্থ্য কেন্দ্রের  বাউন্ডারি ওয়ালে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। কেবল তা-ই না, উপ স্বাস্থ্য কেন্দ্রের ভবন সংস্কারেরও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় বলে উল্লেখ। এবং নিকাশি নালা ঢালাইয়ের ২৪ ঘন্টার ভেতর বেরিয়ে পড়ে পাথর। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও উপ স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত আধিকারিকরা যুক্ত দুর্নীতির সঙ্গে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment