



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নয়ডা : একটি অফিস বিল্ডিংয়ে আগুন (Noida Fire) লাগে শনিবার। নয়ডার সেক্টর ৬৩-এর ঘটনা। শনিবার ধোঁয়া দেখা মাত্র আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। সৃষ্টি হয় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনা স্থালে পৌঁছয় বেশ কিছু দমকল ইঞ্জিন। সূত্রের খবর অফিস বিল্ডিংটি থেকে কর্মীরা নিরাপদ স্থানে বেরিয়ে বেরিয়ে পড়েন। কোনও হতাহতের খবর নেই বলেই সূত্রের খবর। সূত্রের আরও খবর যে, এসি থেকেই আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ৭
