Sasraya News

Nitish Kumar : বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার একজন

Listen

বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার একজন

সাশ্রয় নিউজ ★পাটনা : হোয়াটসঅ্যাপ-এ খুনের হুমকি পাচ্ছিলেন নীতিশ কুমার। তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে গুজরাত থেকে। পুলিশ সূত্রে খবর, তদন্তে পুলিশ দেখতে পান, গুজরাতের সুরাট থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করা হচ্ছে জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। গুজরাত পুলিশের একটি টিম গুজরাত পৌঁছন। গুজরাত পুলিশের সহায়তায় এক যুবককে গ্রেফতার করা হয় বলে উল্লেখ।

-ফাইল চত্র

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Nitish Kumar : বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার একজন”

Leave a Comment

Also Read