Sasraya News

Saturday, February 8, 2025

Nitin Gadkari Faints : প্রচণ্ড গরমে মঞ্চেই জ্ঞান হারান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ পুণে : ভোট প্রচারের সঙ্গে গরমের পারদও চড়চড়িয়ে চড়ছে। এদিন নির্বাচনী প্রচারে জ্ঞান হারান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী (Nitin Gadkari Faints)। নিতিন মঙ্গলবার মহারাষ্ট্রের যবতমালে দলীয় প্রার্থীর প্রচারে যান। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে রাখতেই তাঁর কথা জড়িয়ে যায়। এরপরেই মঞ্চেই পড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিনি সুস্থ্য আছেন। সমাজমাধ্যমের পাতায় পরে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘খুব গরমে মহারাষ্ট্রে জনসভা চলার সময় আমি অস্বস্তি বোধ করছিলাম। এখন আমি পুরোপুরি সুস্থ্য। অন্য জনসভায় যাওয়ার জন্য বেরোচ্ছি। আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত যে, চলতি লোকসভা ভোটে নাগপুর থেকে লড়ছেন নিতিন গড়কড়ী। তাঁর কেন্দ্রের নির্বাচন প্রথম দফাতেই সম্পন্ন হয়। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Dev Sukanta Majumder : রাজনৈতিক সৌজন্য সুকান্ত ও দেবের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment