Sasraya News

Saturday, February 15, 2025

Nisit Pramanik Detained : মিছিল থেকে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কোচবিহার : পুলিশ গ্রেফতার করল প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে (Nisith Pramanik Detained) একই সঙ্গে আরও গ্রেফতার আরও বেশ ক’য়েকজন বিজেপি নেতা-কর্মী। 

আর জি কর ইস্যুতে জেলা শাসকের অফিস ঘেরাও ছিল কোচ বিহারে। বিজেপির ডাকে এদিনের কর্মসূচীতে জড়ো হয়েছিলেন অজস্র মানুষ। তেমনি ছিল পুলিশী প্রহরা। সূত্রের খবর, কোচবিহারের সাগরদিঘীতে পুলিশ মিছিল আটকালে দু-পক্ষের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির খবর। পুলিশ মিছিলকারীদের আটকাতে লাঠিচার্জ ও কাদানে গ্যাস ছোঁড়ে। পুলিশ সূত্রে খবর যে, মিছিলকারীরা পুলিশের ওপর ইঁট বৃষ্টি চালায়। ঘটনায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আরও ক’য়েকজন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সূত্র মারফৎ জানা যায় যে, গ্রেফতার হওয়া বিজেপি নেতা কর্মীদের ভেতর সাতজন মহিলা ও পনের জন পুরুষ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : RG Kar Protest : ফের শহরের রাত দখল আন্দোলকারীদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment